31499

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি-সেক্রেটারি দৃশ্যমান

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি-সেক্রেটারি দৃশ্যমান

2024-10-28 23:01:46

ঢাবি, চবি ও জবির পরে এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে এসেছে। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে দুইজনের পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। ফেসবুক পোস্ট অনুযায়ী ইবি ছাত্রশিবিরের সভাপতির নাম এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান।

খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০১৪ সালে পাবনা আলিয়া (কামিল) মাদরাসা থেকে দাখিল ও ২০১৬ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখা থেকে দাখিল সম্পন্ন করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অপরদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

ইতোপূর্বে সভাপতি এবং সেক্রেটারি উভয়ে ইবি শাখার ফাউন্ডেশন সম্পাদক, অর্থ সম্পাদক, এইচআরডি সম্পাদক ও অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

ইবি ছাত্রশিবির সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, স্বৈরশাসকের পতন ছাত্র-জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করছি।

যারা শহীদ হয়েছেন, কষ্ট করেছেন, ত্যাগ শিকার করেছেন তাদের তাদের স্বপ্ন ছিলো প্রিয় মাতৃভূমি থেকে বৈষম্য দূরীকরণ। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগী হতে চাই। ক্যাম্পাসের সকল সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে একসাথে কাজ সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। আমরা চাই ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত হোক, শিক্ষার্থী বন্ধব পরিবেশ তৈরী হোক।

ইবি ছাত্রশিবির সভাপতি আবু মূসা বলেন, আমরা সবসময় প্রকাশিত ছিলাম। ২০১৭ সালের আগস্টে আমরা হল ছেড়েছিলাম কিন্তু আমাদের কার্যক্রম কখনো থেমে ছিল না। মাঝে কিছু সময় আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে হল ছাড়তে হয়েছিল। পরবর্তীতে ছাত্রদের গণ বিল্পবের মধ্যদিয়ে আমরা সুন্দর পরিবেশ ফিরিয়ে পেয়েছি। ছাত্র আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে আজ সকল মতাদর্শের লোক স্বাধীনভাবে কথা বলতে পারছে। শিক্ষার্থীদের নিয়ে আমাদের কেন্দ্র থেকে পরিকল্পনা করছে। আমরাও তাদের সাথে সামঞ্জস্য রেখে কার্যক্রম শুরু করবো এবং কার্যক্রম সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবো।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]