31508

ববিতে রম্য বিতর্ক 'অস্থির জুনিয়র', আয়োজনে বিইউডিএস

ববিতে রম্য বিতর্ক 'অস্থির জুনিয়র', আয়োজনে বিইউডিএস

2024-10-29 19:48:29

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীনদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) আয়োজিত রম্য বিতর্ক 'অস্থির জুনিয়র' অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন -১ এর গ্রাউন্ড ফ্লোরে এ রম্য বিতর্ক আয়োজিত হয়। রাকিব আহমেদ ও নুসরাত জাহান রানীর সঞ্চালনায় ও বিইউডিএস'র সভাপতি মো. বাপ্পী শিকদারের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিইউডিএস'র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং মডারেটর, সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। 

বিইউডিএস'র চীফ মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার বলেন, সিনিয়রদের ও জুনিয়রদের নিয়ে এ বিতর্কের মাধ্যমে আমরা যেমন আনন্দ পাবো, তেমনি আমাদের অব্যক্ত কথাগুলো এখানে উঠে আসবে। হয়তো সেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এ ধরণের আয়োজন যেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আরো বেশি করতে পারে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন আরো বৃদ্ধি পায় সেই আশা ব্যাক্ত করছি।

আয়োজন সম্পর্কে বিইউডিএস'র সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ বলেন, নবীনদের আগমনের আমরা ক্যাম্পাসে নানান চরিত্রের জুনিয়র দেখতে পাই, সেগুলোকে চরিত্রায়ণ করে সকলকে আনন্দ দিতে আমাদের আজকের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তোলা।

উল্লেখ্য, আয়োজনে তৈলাক্ত জুনিয়র, আতেল জুনিয়র, হবু সিআর জুনিয়র, সুন্দরি জুনিয়র, প্রেমিক জুনিয়র, ছ্যাঁকা খাওয়া জুনিয়র, সাংগঠনিক জুনিয়র, বিশেষ বরিশাইল্লা জুনিয়র, গ্রামের চাচাতো ভাই, লিডার জুনিয়রসহ মোট দশটি চরিত্র অংশগ্রহণ করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]