31509

রাবিতে আসছেন ড. সলিমুল্লাহ খান

রাবিতে আসছেন ড. সলিমুল্লাহ খান

2024-10-29 22:08:16

বাংলাদেশের বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান 'সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ' এর উদ্যোগে "ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক জাতীয় শিক্ষা নীতির উপাদান" শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে যোগ দিতে আগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসবেন।

আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ আলোচনা সভা হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক এবং 'সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ'-এর নির্বাহী পরিচালক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সলিমুল্লাহ স্যার কথা শুনতে শিক্ষার্থীরা উদগ্রীব হয়ে থাকে। এর আগেও আমরা একটা আলোচনা সভা আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা সেখানে সবাইকে যায়গা দিতে পারিনি। কালকের প্রোগ্রামটি আমরা সিনেটে করবো। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা অতিরিক্ত চেয়ার ব্যবস্থা করবো যাতে সবাই বসে কথা শুনতে পারে।

উল্লেখ্য, ১৯৮৩-৮৪ সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মধ্যে দিয়ে তাঁর কর্ম জীবন শুরু করেছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]