বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা দিলো কুবি'র লিও ক্লাব
2024-10-30 17:52:15
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যুব সেবা সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ শে অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার দু'টি রুমে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এই আয়োজন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশো জন সেবা গ্রহণ করেন।
সেবাগ্রহীতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী রিমা আক্তার বলেন, "বিশ্ববিদ্যালয়ের সংগঠন থেকে এরকম সেবামূলক আয়োজনে আমরা অভিভূত। লিও ক্লাব এই আয়োজন না করলে হয়তো ভাবতামও না নিজের ক্যাম্পাসে বসে পেরাসিটামল ছাড়াও চিকিৎসা সেবা নেয়া সম্ভব। আমরা আশা করব লিও ক্লাব তাদের এরূপ মানব সেবী কার্যক্রম আমাদের জন্য আরও বেশি বেশি আয়োজন করবে।
আয়োজক সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি'র সভাপতি শারমিন আক্তার কেয়া বলেন, " লিও ক্লাবের মূল কাজই কমিউনিটির সেবা করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবসময়ই কোনো না কোনো সেবামূলক কার্যক্রম করার চেষ্টা করি। অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে আমাদের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা কার্যক্রম আয়োজন করা। যদিও বিশ্ববিদ্যালয়ের তিনশো জনেরও বেশি স্টেকহোল্ডারকে আমরা সেবা দিতে পেরেছি আজকে, আরও বড় পরিসরে সেবা দিতে পারলে আমরা খুশি হতাম। তবে সামনে আরও বড় পরিকল্পনা আছে সেবা কার্যক্রম গুলো নিয়ে। আশা করি আমরা মানুষের পাশে এভাবেই দাড়াতে পারব। "