31516

বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ইবিতে ‘জুলাই উদ্যান’ উদ্বোধন

বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ইবিতে ‘জুলাই উদ্যান’ উদ্বোধন

2024-10-30 18:05:47

বিবেক নাড়ানো চব্বিশের জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে ‘জুলাই উদ্যান-২০২৪’ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লেক সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এলাকায় একটি বৃক্ষ রোপণের মাধ্যমে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ জুলাই উদ্যান উদ্বোধন করেন।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক এয়াকুব আলী-সহ বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, অফিস প্রধানবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা মুক্তভাবে চলতে পারতাম না। তাই এই বিপ্লবের চেতনাকে আমাদের ধারণ ও লালন করতে হবে। আমরা চলে যাব কিন্তু এই উদ্যান অনন্তকাল স্মৃতি হয়ে রয়ে যাবে। পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতি হিসেবে মননে মগজে গেঁথে থাকবে।

তিনি আরও বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যাবো না। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ। এছাড়া এই উদ্যানটি আগামী দিনের প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]