31517

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধে মাইকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধে মাইকিং

2024-10-30 18:54:06

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের শ্রেণীপাঠ দান আগামী ২রা নভেম্বর আরম্ভ হবে। এদিকে নবীন শিক্ষার্থীদের শ্রেণীপাঠ দান আরম্ভের হওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয়ে সচেতনমূলক র্যাগিং বিরোধী প্রচারণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মাইকিং করে র‍্যাগিং নিষিদ্ধের ঘোষণা প্রদান'সহ শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

মাইকিং প্রচারণায় জানানো হয়েছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার র‍্যাগিং নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়মূখী পদচারণার আগে প্রস্তুতিমূলক মাইকিং প্রচারণাকে সাদুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন মহল। যদিও পূর্বে থেকে র‍্যাগিং বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাইকিং ঘোষণা আমাদের ভাষ্য। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব- তারা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে ক্যাম্পাসে ঘুরে। ভয় ভীতি যেন না পায়। কোনো ধরনের র‍্যাগিং-এর শিকার হলে সাথে সাথেই ব্যবস্থা নিব এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]