31518

শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান, অনশনের ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান, অনশনের ঘোষণা শিক্ষার্থীদের

2024-10-30 19:19:47

সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের দেওয়া বক্তব্য ও ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একই সঙ্গে তারা ‌‌‘সাত কলেজ সংস্কার কমিশন’ বাতিল করে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠন’র দাবি জানিয়েছেন। এ দাবি আদায়ে আগামী ৩ নভেম্বর বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে অনশন ও শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন। তবে বৃহস্পতি ও শুক্রবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) তাদের কোনো কর্মসূচি নেই। আগামী ২ নভেম্বর তারা অনলাইন প্ল্যাটফর্মে সব কলেজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করবেন। ৩ নভেম্বর ঘোষিত কর্মসূচি পালন করবেন।

বুধবার (৩০ আক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলন করে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কবি নজরুল কলেজের শিক্ষার্থী আজম খান।

তিনি বলেন, বৈষম্য দূর করে সাত কলেজের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একমাত্র সমাধান। আমরা আমলাতান্ত্রিক সংস্কার কমিটি প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি- শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থীদের প্রতিনিধির সমন্বয়ে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করা হোক।

শিক্ষা উপদেষ্টার উদ্দেশে আজম খান বলেন, আপনি একজন শিক্ষাবিদ। আপনি শিক্ষার্থীদের ন্যায্য দাবি মূল্যায়ন করবেন। দীর্ঘ সাত বছরের বৈষম্য দূর করবেন এবং আমাদের দাবি পূরণ করবেন।

এর আগে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনের পরে সায়েন্সল্যাব মোড় ছেড়ে যান তারা। এসময়ের পর থেকে আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে, আজ দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, এরই মধ্যে সমস্যা নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নেবো।

একই সঙ্গে উপদেষ্টা বলেন, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই‌। শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

তবে শিক্ষা উপদেষ্টার সেই বক্তব্য প্রত্যাখ্যান করে দিনভর আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]