31528

ববিতে বাসচাপায় নিহত শিক্ষার্থীর জানাযা অনুষ্ঠিত

ববিতে বাসচাপায় নিহত শিক্ষার্থীর জানাযা অনুষ্ঠিত

2024-10-31 14:36:46

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ৩১অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মীমের জানাযা অনুষ্ঠিত হয়।

গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভোলার রোড সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে নারায়ণগঞ্জ পরিবহন এর ধাক্কায় পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মীম নিহত হন। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বাসটিতে আগুন দেয় এবং ভিসির বাসভবন ঘেরাও করে। অবশেষে, ভিসি বিক্ষোব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দ্রুত বিচার নিশ্চায়ন এর আশ্বাস দেন। শিক্ষার্থীরা ৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাত ১.৩০ এ অবরোধ তুলে নেয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ৩১অক্টোবর (বৃহস্পতিবার)বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ও শোক ঘোষণা করা হয়।

জানাযায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা সালেহী।। এ সময় উপস্থিত ছিলেন নিহত শিক্ষার্থীর বাবা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য বিভাগের শিক্ষগণ। হাজারো শিক্ষার্থী এ জানাযায় অংশগ্রহণ করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]