5535

ভিসি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত আইইউটি ক্যাম্পাস

ভিসি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত আইইউটি ক্যাম্পাস

2018-01-24 01:20:26

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নুরের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এতে অচল হয়ে পড়ে একাডেমিক কার্যক্রম।

ভিসির বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া বিনা কারণে কর্মচারী ছাটাইয়ের অভিযোগও তার বিরুদ্ধে।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে ‘সেভ আইইউটি’ ব্যানারে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এরপর সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন কয়েকজন শিক্ষক।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভিসি বিরোধী স্লোগান দিতে থাকেন। ভিসির অপসারণসহ ১৩ দফা দাবিও দিয়েছেন বিক্ষুব্ধরা।

আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ বলেন, “শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিনা কারণে কর্মচারী ছাটাই, ছাত্রীদের হয়রানিসহ ১৩ দফা দাবিতে সকাল থেকে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা সমন্বনিতভাবে ভিসি স্যারের বিরুদ্ধে আন্দোলনে আছি। অবিলম্বে আমরা তার অপসারণের দাবি করছি। আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু ওআইসির অধীনে চলে তাই আমরা ওআইসির মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি।”

টিআই/ ২৩ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]