5912

ঢাকা স্কুল অব ইকনোমিকস’এ এন্টারপ্রাইজ ইকনোমিকস প্রোগ্রাম চালু

ঢাকা স্কুল অব ইকনোমিকস’এ এন্টারপ্রাইজ ইকনোমিকস প্রোগ্রাম চালু

2018-02-05 16:56:23

দেশে প্রথমবারের মত পূর্ণাঙ্গ মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকনোমিকস প্রোগ্রাম চালু করেছে ঢাকা স্কুল অব ইকনোমিকস।

দেশে উদ্যোক্তা তৈরিকরণ, স্বাবলম্বী করে তোলা, মানুষের মধ্যকার কর্মোদ্যমকে জাগ্রত করার বিশেষ উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ দেশে প্রথমবারের মত পূর্ণাঙ্গ মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকনোমিকস প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে উদ্যোক্তা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আগ্রহীরা ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সাথে অনতিবিলম্বে যোগাযোগ করতে পারে।

বস্তুত এ পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূ’মিকা রাখতে পারে এবং কর্মসংস্থানের অভাব ঘুচাতে পারে। এ জন্যই মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকোনমিকস প্রোগ্রামটি দেশি বিদেশি চাহিদা মিটাতে সাহায্য করবে।

এসজে/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]