9073

শূন্য পাস ৫ মাদরাসার এমপিও বাতিল

শূন্য পাস ৫ মাদরাসার এমপিও বাতিল

2018-06-27 18:19:26

দাখিল পরীক্ষায় পাসের হার শূন্য থাকায় পাঁচ মাদরাসার এমপিও সাময়িক বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সহকারী সচিব মো. আবদুল খালেকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শতভাগ শূন্য পাস করা পাঁচ মাদরাসার স্বীকৃতি ও এমপিও সাময়িকভাবে বাতিল করা হল। এ সব মাদরাসাগুলো হচ্ছে- ঝালকাঠির সদর উপজেলার মোকাররমপুর দরবার শরীফ দাখিল মাদরাসা ও নলছিটির দক্ষিণ খাওক্ষির মেহেদিয়া দাখিল মাদরাসা, কুমিল্লার সদর উপজেলার শাহে মদিনা হরমুজের নেছা আমতলী দাখিল মাদরাসা ও বরুড়া উপজেলার আগানগর ইসলামিয়া দাখিল মাদরাসা এবং ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ ওসমানগঞ্জ মোজাফফরিয়া দাখিল মাদরাসা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালের দাখিল পরীক্ষায় শূন্য পাস করা পাঁচটি মাদরাসার একাডেমিক স্বীকৃতি বাতিল করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। এরপর মাদরাসা শিক্ষা অধিদফতর সেসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুাপারিশ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি দেয়। মাদরাসা শিক্ষা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেডএম/ ২৭ জুন ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]