গুচ্ছে সিলেকশন বাতিলের দাবিতে ঢাবিতে মানববন্ধন


Dhaka | Published: 2021-08-31 22:57:53 BdST | Updated: 2024-04-25 13:30:16 BdST

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করছেন ভর্তিচ্ছুরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করেন।

প্রতিবাদ সমাবেশ অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। যেহেতু করোনার সময় অনেকে পরীক্ষা না দিয়েই জিপিএ-৫ পেয়েছে। সুতরাং তারা এমনিতেই রেজাল্টের দিক দিয়ে এগিয়ে থাকবে। কিন্তু দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তারা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি ভর্তি পরীক্ষা কমিটি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় ।’’

তারা বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন, আটোপাশ উচ্চশিক্ষায় কোনো প্রভাব ফেলবে না। তাহলে আজকে কেনো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কেনো আমাদের ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হচ্ছে না।কেউ সুযোগ পাচ্ছেনা তার যোগ্যতাকে প্রমাণ করার অটোপাশের কারণে। আমরা এ অনিয়ম মানি না।