ঢাবির চারুকলায় ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ


Dhaka | Published: 2021-10-03 02:31:04 BdST | Updated: 2024-03-29 13:52:22 BdST

অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তথা 'চ' ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন। যারা সাজেশন বা পরীক্ষা কেমন হয় জানতে চাচ্ছেন তাদের জন্য  সংক্ষিপ্ত এই সাজেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় 'চ' ইউনিটের পরীক্ষায়, প্রতি আসনের বিপরীতে ১২০+ প্রতিযোগী থাকে প্রতিবছর।

চারুকলার পরীক্ষা থিওরি ও প্র‍্যাকটিক্যাল দুই ধরনের হয়। আগে থিওরি ও পরে প্র‍্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় । ১২০ এবং SSC+HSC ৮০ মোট ২০০ নম্বরের পরীক্ষায় ৬০ থিওরি ও ৬০ প্র‍্যাকটিকাল মানে আঁকা আঁকি । দুইটাতেই আলাদা আলাদা পাশ নাম্বার থাকতে হবে ।

SSC+HSC এর রেজাল্ট ভালো থাকলে এগিয়ে থাকবেন, সেই সাথে HSC টেক্সট বই থেকেই বেশি প্রশ্ন আসে । বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান( বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ , প্রাচীন নাম, খেলা, সাম্প্রতিক ঘটনা, রাজনীতি, বিজ্ঞান,সঙ্গীত, ভাষ্কর্য, নাট্যকলা, চারুকলার ইতিহাস, শিল্পকলার ইতিহাস, সভ্যতা, বাংলাদেশের স্থাপত্যকলা, সাহিত্য, বাংলাদেশের শিল্পকলা ) ইত্যাদি মিক্সড প্রশ্ন থাকে । নিয়মিত জাতীয় ভালো মানের পত্রিকা পড়ার অভ্যাস যাদের আছে তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় পরীক্ষা ।

প্র‍্যাকটিকাল শুধু পেন্সিল দিয়ে পরীক্ষা দিতে হয়, কোন রঙ পেন্সিল বা রঙ ব্যবহার করা যাবে না। পেন্সিলে রেখা, টান, পার্সপেক্টিভ, কম্পোজিশন ইত্যাদি ভালো করে করতে হয়।

পরীক্ষার হলে শুধুমাত্র কাগজ দেওয়া হয়, বাকিসব পরীক্ষার্থীকে নিয়ে যেতে হবে।

উপরোল্লিখিত তথ্য নিজ অভিজ্ঞতা থেকে লেখা, আপনি এরচেয়ে বেশি প্রস্তুতি নিবেন বা নিয়েছেন বলে আশাবাদী।

সবার প্রতি শুভকামনা ।

রায়হান রনি
শিক্ষার্থী
অঙ্কন ও চিত্রায়ন বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয় ।

//