ঢাবির হোম ইকোনমিকস ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা ছাত্রী


Dhaka | Published: 2021-11-18 17:05:48 BdST | Updated: 2024-04-26 01:48:02 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এতে মানবিক শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (মহিলা শাখা) শিক্ষার্থী হামিদা ইসলাম। তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় পেয়েছেন ৯০। এসএসসি ও এইসএসসিতে জিপিএ-৫ থাকায় ১২০ নম্বরের পরীক্ষায় তার স্কোর ১১০।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন (বিজ্ঞান ২ হাজার ৩০ জন, মানবিক ১ হাজার ৫৯৪ জন, ব্যবসায় ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতি ৫০ জন)। সে হিসাবে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ। এই ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৬৫৫টি।