ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম নটরডেমের আবির


Dhaka | Published: 2021-11-24 00:31:57 BdST | Updated: 2024-04-19 18:33:04 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২১.৭৫ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৫ হাজার ৭৯ জন।

প্রকাশিত এ ফলে প্রথম স্থান অধিকার করেছেন আরাফাত সামির আবির নামে এক ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০৬। তিনি নটরডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

আরাফাত সামির ফেইসবুকে লিখেছেন, আমি কখনো প্রথম হই না। জীবনের অপরিসীম এই আক্ষেপ মিটিয়ে আমার আল্লাহ আমাকে এত বড় একটা উপহার দিয়েছেন আমারই জন্মের মাসে - আমি বিশ্বাস করতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমি প্রথম হয়েছি। অনেক অনেক বছর পর নটর ডেম কলেজ থেকে কেউ বিজনেসে প্রথম হলো। এটা ভাবতেই খুব আনন্দ হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।