মেডিকেলের ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ২৭৮ জন


Desk report | Published: 2022-04-10 20:41:18 BdST | Updated: 2024-04-20 00:25:45 BdST

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন ২৭৮ জন। আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) পুনর্নিরীক্ষার আবেদন শেষ হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেয়া হয়েছে। টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। গত ৭ এপ্রিল থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। গতকাল শনিবার রাত পর্যন্ত ২৭৮ জন ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি জানান, শনিবার রাত পর্যন্ত ২৭৮ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। আগামী মঙ্গলবার আবেদনের সময়সীমা শেষ হবে।

তথ্যমতে, গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি ভেন্যুর ৫৭টি কেন্দ্রে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

পরীক্ষার তিনদিন পর গত ৫ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল ঘোষণা করেন। এবার ভর্তি পরীক্ষায় ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।