-01-2022-04-18-16-20-33.jpeg)
আমর্ড ফোর্সেস মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ সালের এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এই ফল প্রকাশ করা হয়। এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এএমসি ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতী কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর প্রতিসাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে। নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবেন না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে (https://afmc.edu.bd/) ও (http://afmc.teletalk.com.bd/) দেখা যাবে।