জাবিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বেলায়েত শেখ


Desk report | Published: 2022-07-31 09:31:58 BdST | Updated: 2024-04-25 19:55:27 BdST

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আলোচনায় আসা বেলায়েত শেখ আরেকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় আহত হন তিনি। আগামীকাল রোববার অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আজ সকালে গাজীপুরের শ্রীপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেলায়েত শেখ। এ সময় শ্রীপুর থেকে ভবানীপুরগামী একটি বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিচের হাড়ে আঘাত পেয়েছেন বলে জানান তিনি৷

বেলায়েত বলেন, ‘বাসটি রাস্তার গতিরোধকের ওপর না থেমে আমাকে ধাক্কা দেয়৷ আহত অবস্থায় অনেক কষ্টে সাভারে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বন্ধুর বাসায় বিশ্রাম নিচ্ছি৷ দুর্ঘটনায় আহত হলেও মনোবল হারাইনি৷ ভর্তি পরীক্ষায় অংশ নেব৷’

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রবীণতম শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসেন বেলায়েত৷ তিনি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন৷ যদিও এখনো তিনি কোথাও পড়ার সুযোগ পাননি৷

বেলায়েত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় আমার শ্বশুর মারা যান৷ এরপর ১৭ দিন অসুস্থ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই৷ আমার পরীক্ষার সময়ে একটা না একটা দুর্ঘটনা ঘটে থাকে৷ এটি আমার দুর্ভাগ্য৷ মৃত্যুর আগপর্যন্ত আমি পরীক্ষা দিয়ে যাব৷’

গাজীপুরের মাওনার বাসিন্দা বেলায়েত শেখ ১৯৮৩ সালে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে তিনি পরিবারের হাল ধরেন। এ কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়৷ পরে নিজের অসমাপ্ত স্বপ্নপূরণে ভাই ও সন্তানদের উচ্চশিক্ষিত করার চেষ্টা করেন বেলায়েত শেখ৷ কিন্তু তাঁদের কেউই তাতে সফল হননি৷

শেষ পর্যন্ত ৫০ বছরে পা দিয়ে বেলায়েত শেখ নিজেই ভর্তি হন নবম শ্রেণিতে৷ এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন৷ বেলায়েত দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত৷