ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি দেড় হাজার টাকা


Desk report | Published: 2024-09-22 08:55:05 BdST | Updated: 2024-11-13 04:48:56 BdST

গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিভিন্ন অনুষদের আওতাধীন বিভাগসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত প্রার্থীদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর আবেদন শুরু হবে বলে ডুয়েটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Online Application Form ও ভর্তি বিষয়ক তথ্যাবলী http:/admission. duetbd.org-এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ১ হাজার ৪৫০ টাকা নগদ, বিকাশ, রকেট বা সূর্য পে’র মাধ্যমে দিতে হবে।

প্রার্থীর সাধারণ ও শিক্ষাগত যোগ্যতা:
ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে;

গ) প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার-এ গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

ঘ) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষা ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না; ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ প্রসপেক্টাস এর ৪ (ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগ সমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে;

চ) একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। তবে ME/IPE/MME বিভাগে আবেদনকারীদের জন্য একটি মাত্র আবেদন করতে হবে এবং উক্ত তিন বিভাগের জন্য পছন্দক্রম নির্বাচন করতে হবে;

ছ) চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং

জ) বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, অনলাইনে ভর্তির প্রক্রিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নহে। তবে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য http://www.duet.ac.bd হতে সংগ্রহ করা যাবে।

অনলাইন নির্দেশনা এবং নগদ, রকেট, বিকাশ ও সূর্য পে’র মাধ্যমে ভর্তি ফি প্রদানের মাধ্যমে প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৮টা হতে ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।