ঢাবির খ ইউনিটে যেসব বিষয়ের সিট শেষ


ঢাবি টাইমস | Published: 2017-10-31 00:16:48 BdST | Updated: 2024-03-29 01:34:58 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট-এর অধীনে প্রথম দিনে ০১ থেকে ৪০০ পর্যন্ত শিক্ষার্থীকে তাদের পছন্দ অনুযায়ী বিষয় দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে পরবর্তী ৪শ জন শিক্ষার্থী ভাইভা শুরু হয়। 

 

 

দ্বিতীয় দিনে ৪০১-৪২০এর মধ্যে উন্নয়ন অধ্যায়ন, ৪২০-৪৩৫ লোক প্রশাসন, ৪৩৫-৫০০ রাষ্ট্রবিজ্ঞান, ৫০০-৬৫০ ইংরেজিএবং ৬৫০-৮০০ এর মধ্যে গণযোগাযোগ ও সাংদিকতার আসন শেষ হয়েছে। 

আর প্রথমদিনেই এক থেকে ১১০ এর মধ্যে অাইন, ১১০ থেকে ২২০ এর মধ্যে অর্থনীতি, ২২০ থেকে ৩০০ এর মধ্যে অান্তর্জাতিক সম্পর্ক এবং ৩০০ থেকে ৪০০ এর মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই পরীক্ষায় মাত্র ১৬ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী ন্যূনতম নম্বর বা তার চেয়ে বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এমএসএল 

//