কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকায় বীজ পৌঁছে দিলো নবজাগরণ ফাউন্ডেশন


Kurigram | Published: 2021-09-21 23:15:17 BdST | Updated: 2024-04-24 23:41:26 BdST

কৃষিতে হাসবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্য নবজাগরণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "টেকসই কৃষি প্রকল্প ২০২১" আয়োজনে, মাঠ পর্যায়ে কৃষি পণ্য বিতরণের দ্বিতীয় পর্ব হিসেবে আজ ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অন্তর্গত কাঁচকোল বাজারে কৃষকদের মাঝে বীজ বিতরণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উক্ত এলাকার ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে উপহারস্বরূপ বিভিন্ন ধরনের সবজী বীজ (লাল শাক,পালং শাক, লাউ, সিম প্রভৃতি) বিতরণ করা হয়েছে।

এ আয়োজনে স্থানীয় পর্যায়ে সমন্বয় সাধন করেছে কাচঁকোল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ২০২১' আয়োজন এর আহবায়ক মনিরুজ্জামান বলেন, 'নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমাদের দ্বিতীয় পর্বের আয়োজন সফল হয়েছে। আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কাঁচকোল বাজারের একজন কৃষক বলেন যে নবজাগরণ ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোতে তারা দুশ্চিন্তার মধ্যেও স্বস্তি পাচ্ছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। নবজাগরণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শামীমা আফরোজ বলেন, 'এ আয়োজনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে তাঁদের প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছানোর চেষ্টা করেছি। চেষ্টাটুকু যৎসামান্য হলেও বীজ থেকে ফসল প্রাপ্তির মতোই আয়োজনের পরিব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টা চলমান রয়েছে।'

উক্ত আয়োজন সম্পর্কে নবজাগরণ ফাউন্ডেশন এর সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ' কৃষি অর্থনীতির প্রাণ এবং কৃষকেরা অর্থনীতির চালিকাশক্তি। সময় এসেছে কৃষকদের জীবনের টানাপোড়ন চুকিয়ে শক্তিশালী অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করার। ভবিষ্যতে তাদের নিয়ে আমাদের আরো বড় ধরনের পরিকল্পনা আছে'।

কৃষকদের মুখে হাসি ফুটানোর এ আয়োজনে পর্যায়ক্রমে যুক্ত হবে দেশের ৩ টি জেলার অন্তর্ভুক্ত ৭ টি উপজেলার প্রান্তিক কৃষকসমাজ।