চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত রোববার


Desk report | Published: 2021-12-04 11:20:36 BdST | Updated: 2024-03-29 14:32:05 BdST

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানী ঢাকায় হাফ ভাড়া চালু হলেও চট্টগ্রামে এখনও তা কার্যকর হয়নি। এ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা।

বাসমালিক সমিতির নেতারা বলছেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে রোববার ( ৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। ওই দিন বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার ( ৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী রোববার (৫ ডিসেম্বর) একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, সরকারের কাছে আমাদের কিছু দাবি ছিল। এগুলো নিয়েও আমরা বিশ্লেষণ করছি, কী করা যায় তা ভাবছি। সড়ক পরিবহনের মহাসচিব এনায়েত উল্লাহ রোববার চট্টগ্রাম আসবেন। এ দিন সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন আছে। সেখানে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সারাদেশের মতো চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিত, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

//