এক মাসে সড়ক দুর্ঘটনায় ৫৪ শিক্ষার্থী নিহত


Desk report | Published: 2021-12-05 22:34:10 BdST | Updated: 2024-04-20 17:06:36 BdST
নভেম্বর মাসে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩২ জন। ৪১৩ জনের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী নিহত হয়ছেন।
 
গতকাল শনিবার রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ মোটরসাইকেল। ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। পথচারী নিহত হয়েছেন ৯৬ জন। ৫৩ জন গাড়ির চালক ও শ্রমিক নিহত হয়েছেন। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
 
দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল ৫৪৬টি যানবাহন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছিল ১০৯টি ইজিবাইক, অটোরিকশা, টেম্পোসহ তিন চাকার গাড়ি দুর্ঘটনায় পড়েছে। ৮৯টি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে, ১৩৩টি নিয়ন্ত্রণ হারিয়ে এবং ৯১টি পথচারীকে চাপা দেওয়ায়। রাজধানীতে নভেম্বর মাসে ১৪টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
 
বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহনসহ দুর্ঘটনার জন্য ১০টি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনা রোধে চালকের দক্ষতা বৃদ্ধি, চুক্তিতে গাড়ি চালানো বন্ধ, চাঁদাবাজি বন্ধ করাসহ ১০ দফা সুপারিশ করা হয়েছে।