সরকারের উচিত শাবির ভিসিকে সরিয়ে দেওয়া: জাফরুল্লাহ


Desk report | Published: 2022-01-28 01:12:43 BdST | Updated: 2024-03-29 19:57:46 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিত ভিসিকে সরিয়ে দেওয়া।

এ সময় তিনি শিক্ষামন্ত্রী দিপু মনির পদক্ষেপে ভুল ছিল উল্লখ্য করে বলেন, আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে আসা উচিৎ ছিল তার। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে আসেননি।

তিনি আরো বলেন, সারা পৃথিবীর মানুষ জানে র‍্যাবের কার্যকলাপ। তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কি লুকানো যাবে? তাই সরকারের উচিৎ র‍্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন ও বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের প্রতি ধন্যবাদ জানান।

//