জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু


DU Correspondent | Published: 2022-06-02 09:14:10 BdST | Updated: 2024-04-26 02:53:07 BdST

রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটির ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম জায়না হাবিব প্রাপ্তি (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট তিনি।

জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, মাগরিবের নামাজের আগে হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা দৌড়ে এসে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পড়ে আছেন। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। কারণ পুরো শরীর থেঁতলে গেছে।

ভবনের নিরাপত্তা কর্মী মোতালেব জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ করে মনে হলো ছাদ থেকে কোনো কিছু পড়েছে। দ্রুত দৌড়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে রয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী বলেন, আমার প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন তিনি।