মাশা আমিনি হত্যার প্রতিবাদে প্রীতিলতা ব্রিগেডের প্রতিবাদ সমাবেশ


Desk report | Published: 2022-09-25 09:24:16 BdST | Updated: 2024-04-17 01:46:56 BdST

ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে প্রীতিলতা ব্রিগেড। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রীতিলতা এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক সুমাইয়া সেতুর সভাপতিত্বে ও বক্তব্য রাখেন প্রীতিলতা ব্রিগেডের বিভিন্ন ইউনিটের নেতারা।

 

সমাবেশে সুমাইয়া সেতু বলেন, তেহরানে গত ১৩ সেপ্টেম্বর এই নৈতিকতা রক্ষা পুলিশ যখন মাশা আমিনিকে গ্রেপ্তার করে তখন তার পোশাক নৈতিকতাবিরোধী ছিল বলে অভিযোগ করা হয়। পুলিশি হেফাজতে অল্পক্ষণ পরই মাশা আমিনি অসুস্থ হয়ে পড়ে এবং দুই দিন হাসপাতালে কোমায় থাকার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প আজ সারা ইরানে ছড়িয়ে পড়েছে। সেদেশের সাধারণ নাগরিকদের মানবাধিকার হরণ করে মধ্যযুগীয় বর্বর আইনে দেশ শাসন করতে চাচ্ছে শাসকশ্রেণি। মাশা আমিনি হত্যাকাণ্ড এর বিচ্ছিন্ন কিছু নয়।

এছাড়াও বক্তারা নোয়াখালীতে ১৪ বছরের শিশু ধর্ষণ এবং হত্যার বিচার দাবি করেন। পৃথিবীর দেশে দেশে নারীর অধিকার আদায়ের লড়াইয়ে শাসকদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রীতিলতা ব্রিগেডের আন্দোলন চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ইরানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানান তারা।