অর্থের অভাবে মৃত্যুমুখে ঢাবি শিক্ষার্থী আনাম


ঢাকা | Published: 2023-05-07 01:35:12 BdST | Updated: 2024-04-20 05:10:47 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাম অনন্ত, পড়ালেখার পাশাপাশি দুই ভাই মিলে অনলাইনে শুরু করেন কাপড় বিক্রি। তাদের আয়ে পরিবার ভালই চলছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আটকে যায় অনন্ত; থেমে যায় তার পরিবারের আয়ের চাকা। প্রাণঘাতী রোগ ‘Cystic Fibrosis' এ আক্রান্ত হয়ে পড়েন তিনি। তার কলিজার পঞ্চাশ শতাংশ নষ্ট হয়ে যায়। 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম অনন্তকে রাজধানী শ্যামলী টিবি হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। বর্তমানে এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর প্রহর গুনছেন তিনি। প্রাণঘাতী এ রোগের চিকিৎসা নিতে তাকে বিদেশে নেয়ার কথা জানিয়েছে চিকিৎসক। এতে খরচ হবে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আনামের ছোট ভাই ওয়ালিদ অনন্ত বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘আমরা দুই ভাই মিলে অনলাইনে শার্ট বিক্রি করতাম। এতে যা আয় হতো তা দিয়ে পরিবার ভালো চলতো। কিন্তু ভাইয়ের এ প্রাণঘাতী রোগের কারণে বন্ধ হয়ে যায় আয়ের দরজা। শুধু তাই নয়, আমার বাবা একজন চামড়া ব্যবসায়ী ছিলেন। করোনা মহামারীর আগে ব্যবসায় ক্ষতি হয় তার। এতে করে আমাদের তিনটি ছিলো যা বাড়ি বিক্রি করে মানুষের ঋণ ও ব্যাংক লোন পরিশোধ করতে হয়। এখন বাবাও বেকার। এদিকে আবার ভাইকে বিদেশে নিতে হবে। এতো টাকা কোথায় পাবো?’

আনাম অনন্ত বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। তার ভাই জানান, ছোটকাল থেকেই তার হাঁপানি সমস্যা ছিলো। যার কারণে মাঝে মাঝে তাকে ক্লাসে অনুপস্থিত থাকেন। আনামের চিকিৎসার জন্য ইতোমধ্যে পাসপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানান ওয়ালিদ। শুধু টাকার কারণে আটকে আছে তার জীবনকে নতুন রূপে ফিরে পাওয়ার প্রবল ইচ্ছা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পড়ুয়া এ মেধাবী শিক্ষার্থীকে বাঁচতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। অনন্তকে টাকা পাঠানোর মাধ্যমঃ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার ; ১৬৪১১০০০৬১৬২৯ ; কার্ড নাম্বার: ০১২৯৭৮৫৪৬৮৬ অথবা বিকাশ/নগদ/ রকেট: ০১৭৬৩২৯৫২০৩