রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ


স্টাফ করেসপনডেন্ট | Published: 2023-05-08 17:51:55 BdST | Updated: 2024-03-29 04:22:24 BdST

রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলা, প্রতারণা ও বিশেষজ্ঞ ডাক্তারের নামে ল্যাব সহকারী, ইন্টার্ণ ডাক্তার দিয়ে চিকিৎসার অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার।

সম্প্রতি রংপুরের ব্যয়বহুল রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস হাসপাতাল) এর বিরুদ্ধে বিশেষজ্ঞ ডাক্তারের নামে ল্যাব সহকারী, ইন্টার্ণ ডাক্তার দিয়ে চিকিৎসার অভিযোগ উঠেছে। গত ২৬ মার্চ রাত ১০.১৫ ঘটিকায় উক্ত হাসপাতালে ভর্তিরত হার্ট এ্যাটাকে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসা ও ব্যবস্থাপনার অবহেলায় ক্ষুব্ধ হয়ে রোগীর পরিবারের হয়ে ঢাবির সাবেক ছাত্র রোকনুজ্জামান উক্ত হাসপাতালের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

রোগীর পরিবারের ভাষ্য, তারা রোগী আব্দুল জব্বার (৮৪) কে বুকের ব্যথাজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর ডক্টররস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস হাসপাতাল) এ সকাল ১০.০০ টায় জরুরি ভিত্তিতে সিসিইউতে ভর্তি করানো হয়। হাসপাতাল কতৃপক্ষ জানায় রোগীকে কার্ডিওলোজি বিশেষজ্ঞ জনাব নজরুল ইসলাম এর অধীনে ভর্তি করা হয়েছে। কিন্তু রোগীর পরিবারের অভিযোগ সিসিইউতে কয়েকজন ডিউটি ডক্টর বসে ছিলেন যারা মূলত ইন্টার্ণ ডাক্তার এবং নার্স।সকাল ১০.০০ টা থেকে শুরু করে রাত ১০.১৫ ঘটিকা রোগীর মৃত্যু অবধি কোন বিশেষজ্ঞ ডাক্তার আসেননি। রোগীর ক্যাথেটার করানোর সময় রক্তপাত হলে বার বার একজন ইউরোলোজি বিশেষজ্ঞের জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও মিলেনি একজন বিশেষজ্ঞ ডাক্তার। রোগীর অবস্থা মৃতপ্রায় হয়ে গেলে মৃত্যুর ৫ মিনিট আগে উক্ত হাসপাতালের ইউরোলোজি বিশেষজ্ঞ ডা সুগম তার একজন এসিস্ট্যান্ট পাঠালেও নিজে আসেননি।

রোগীর কিডনি ঝুকিতে থাকায় বারবার একজন কিডনি রোগ বিশেষজ্ঞ চেয়েছিলেন বলেও জানান রোগীর পরিবার। বিকাল ৩.০০ ঘটিকার পর থেকে রোগীর পরিবার উক্ত হাসপাতালের জিএম জনাব আবুল হোসেন ও পরিচালক জনাব স্বপণ বর্মন এর কাছে বার বার এর বিশেষজ্ঞ ডাক্তার চাইলেও তার ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তার পরিবার

//