চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অনশন, ২৭ অক্টোবর সমাবেশ


Desk report | Published: 2023-10-26 10:54:48 BdST | Updated: 2024-12-10 23:23:19 BdST

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে এবার কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যরা।

বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তারা।

গত ৩০ আগস্ট থেকে লাগাতার কর্মসূচি দিয়েও দাবি আদায় হয়নি। তাই এবার আহ্বায়কসহ পাঁচ সদস্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনে বসেছেন তারা।

তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা, আবেদন ফি সর্বোচ্চ ২০০ রাখা ও ঢাবির আইন অনুষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ল’ কমপ্লেক্স স্থাপন করা।

আন্দোলনরত শিক্ষার্থী ও ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি সিদ্দিকা জানান, আমরা মাস্টার্স শেষ করার সঙ্গে সঙ্গে করোনা চলে এলো।

অন্যান্য সব দেশে করোনার পর চাকরিসহ সব সেক্টরে মেয়াদ বাড়ানো হলেও বাংলাদেশে তা হয়নি। বর্তমান সরকার ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার কথা বললেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

ফলে আমরা যথার্থ দাবি নিয়েই আন্দোলন করছি।
কর্মসূচিতে উপস্থিতি কম কেন জানতে চাইলে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, এটি যেহেতু একটি চলমান আন্দোলন, তাই উপস্থিতি কম। সমাবেশ-মিছিলগুলো কম সময়ের মধ্যে হয়ে যায় বলে সেখানে সবাই উপস্থিত থাকে।

এরই মধ্যে ২৭ তারিখ সমাবেশের ঘোষণা দিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। নেতারা বলছেন, নির্বাচনের আগে এটিই তাদের সর্ববৃহৎ ও সর্বশেষ কর্মসূচি।

অনশনে আরও উপস্থিত ছিলেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, রোমান কবির, আরিফুল ইসলাম, মোহাম্মদ হারুন, ইনজামামুল হক, ফাহিমদা রুজিসহ অনেকে।