২ মার্চ আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন


ঢাকা | Published: 2024-02-29 20:48:30 BdST | Updated: 2024-10-09 15:49:12 BdST

আগামী ২রা মার্চ শনিবার আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম আইএনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারণে ইনস্টিটিউট প্রাঙ্গণে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সকল ক্যান্ডিডেট সৎস্ফূর্তভাবে সকল ভোটার দের কাছে তাদের পদ অনুযায়ী ভোট চাচ্ছেন। এতে করে সিনিয়র জুনিয়রদের মাঝে তৈরি হচ্ছে এক অন্য রকম সম্পর্ক। ক্যান্ডিডেটরা তাদের নানাবিধ প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। তৈরী হচ্ছে ভাতৃত্বের বন্ধন।

বিভিন্ন মাধ্যম থেকে জানামতে ২রা মার্চ দেশের সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ চলার দরুণ ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। উক্ত বিষয়টিকে বিবেচনা করে এবং সকল ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ভোট প্রদানের সময়সীমা একদিন বৃদ্ধি করছে।

এখন ভোটাররা ২রা মার্চ শনিবার সকাল ৮ টা থেকে ৩রা মার্চ রবিবার বিকাল ৫টা পর্যন্ত ভোট প্রদান করতে পারবেন।