জুলাই সমাবেশে অপমানের অভিযোগে কুমিল্লা জেলার তিন সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা কুবি প্রতিনিধিদের


কুবি প্রতিনিধি | Published: 2025-05-17 19:43:23 BdST | Updated: 2025-06-14 06:55:25 BdST

জুলাই আন্দোলনে আহতদের স্মরণে আয়োজিত কুমিল্লার জুলাই সমাবেশে ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে সমাবেশ বয়কট ও কুমিল্লা জেলার তিন সমন্বয়ককে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একাংশ।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সম্মেলনে কুবির সমন্বয়করা জানান, ওইদিন কুমিল্লার জুলাই সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মঞ্চে উঠতে দেওয়া হয়নি। এ নিয়ে কুমিল্লা মহানগর ও জেলা সমন্বয়কদের সঙ্গে কুবি প্রতিনিধিদের কথাকাটাকাটি হয়। একে ‘চরম অপমান’ হিসেবে উল্লেখ করে তারা সমাবেশ বয়কট করেন এবং তিনজন জেলা সমন্বয়ককে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

অবাঞ্ছিত ঘোষিত তিন সমন্বয়ক হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এবং সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল হাসান।

সংবাদ সম্মেলনে কুবির প্রতিনিধি মো. আবরার ফাহিম বলেন, ‘১১ জুলাই রাতে প্রথম ৫৪ জনের সমন্বয়ক তালিকা তৈরি হয়। সেখানে যারা এখন কুমিল্লায় নেতৃত্বে রয়েছেন, তারা কেউ ছিলেন না। আজ যারা আমাদের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের ছত্রছায়ায় থেকে আবু রায়হান, সাকিব, রাশেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের নাম বিক্রি করে রাজত্ব চালাচ্ছেন। আমরা এ অন্যায় মেনে নেব না।’

অন্য এক সমন্বয়ক মো. শোয়াইব হোসেন আলামিন বলেন, ‘কিছু নামধারী কুবি শিক্ষার্থী মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে, আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। আমরা এসব চাঁদাবাজ ও প্রতারকদের কঠিনভাবে প্রতিহত করব। প্রশাসনকেও বিষয়টি তদারকির অনুরোধ জানাচ্ছি।’

সমন্বয়ক মো. এমরান হোসেন বলেন, ‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী। অথচ আজ আওয়ামী লীগপন্থী দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয় দেওয়া হচ্ছে। যারা ৫৪ জনের নাম ব্যবহার করে মামলা বাণিজ্য করছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি।’

তিনি আরও জানান, ‘কুমিল্লা মহানগরের একজন আমাকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা করতে বলেন। আমি বাদী হয়ে ৯৭ জনের বিরুদ্ধে মামলা করি, যেখানে কয়েকজন অজ্ঞাতনামাও ছিল।’

সংবাদ সম্মেলনে কুবির প্রতিনিধিরা বলেন, ‘আজকের সমাবেশে কুবির বিপ্লবী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে, তাই আমরা এই সমাবেশকে বয়কট করছি।’