আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হলো আইভিকে


নারায়ণগঞ্জ প্রতিনিধি | Published: 2025-05-17 20:49:31 BdST | Updated: 2025-06-14 08:13:40 BdST

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন আইভী।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তাঁর স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। একই দিন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন নাদিম নামের আরেক আন্দোলনকারী। এই দুই ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আইভীকে ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষে তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।