সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত না হলে যমুনার উদ্দেশে রওনা হবে ছাত্রদল: কেন্দ্রীয় সহ-সভাপতি জহির


ইবি প্রতিনিধি | Published: 2025-05-20 23:14:19 BdST | Updated: 2025-06-14 08:15:03 BdST

সাম্য হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ। তিনি বলেন, প্রয়োজনে ছাত্রদল যমুনার উদ্দেশ্যে রওনা হবে।

মঙ্গলবার (২০ মে) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে নেতৃত্ব দেন জহির রায়হান আহমেদ।

তিনি বলেন, “সাম্য হত্যার ৭ দিন হয়ে গেছে। অথচ এখনও ইন্টেরিম সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ছাত্রদল চরম ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। কিন্তু আর চুপ করে বসে থাকবে না। যদি ছাত্রদল চায়, ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশ অচল করে দিতে পারে।”

জহির আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় চরম উদাসীনতা দেখিয়েছে। আগে থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল, সেগুলোর সমাধান হয়নি। তারই পরিণতিতে ছাত্রদলের এক কর্মী সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাল। তিনজনকে আটক করা হলেও তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা, সেটি এখনও স্পষ্ট করেনি ইন্টেরিম সরকার। শুধুমাত্র ভুক্তভোগী ছাত্রদল কর্মী হওয়ায় তদন্তে গড়িমসি করা হচ্ছে।”

মশাল মিছিলটি মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আনাস হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সালাহউদ্দিন।

এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমান রুকনুজ্জামান, রাকিব হোসেন সাক্ষর, রায়হানুল ইসলাম টিপু, মেহেদী হাসান, রিফাত, রিয়াজ, ফজলে রাব্বি প্রমুখ।