
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ) সময়সূচিতে পরিবর্তন এনেছে।
বুধবার (২১ মে) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসংক্রান্ত অন্যান্য নির্দেশনা, হলভিত্তিক আসনবিন্যাস এবং সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরবর্তীতে পরিবর্তন বা সংশোধন করার অধিকার কমিশন সংরক্ষণ করে।