
যত আন্দোলনই হোক, কোন অবস্থাতেই শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। বুধবার দুপুরে আন্দোলনকারীদের হামলার শিকার হওয়ার পর রাতে এক ফেসবুক পোস্টে এ কঠোর অবস্থানের কথা জানান তিনি।
পোস্টে অধ্যাপক আমানুল্লাহ লিখেছেন, ‘তোমরা হামলা করেছ, আমাকে আহত করেছ, আরও যা ইচ্ছা করতে পার, কর। অটোপাস আমরা দেব না। চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দেব না। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনোভাবেই অটোপাস দিতে পারে না।’
পোস্টের কমেন্ট বক্সে তিনি হামলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক ও সিসি টিভি ক্যামেরায় ধারণ করা হামলার ভিডিও শেয়ার করেছেন। নেটিজেনরা তাঁর পোস্টের নিচে তাঁর এই অবস্থান ও বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
এর আগে দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে, ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে উপাচার্যের উপর হামলা হয়। অটোপাস দাবিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের আন্দোলন থেকে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্নাতক কোর্সের একদল শিক্ষার্থী কয়েকদিন ধরে পরীক্ষা ছাড়া বা অকৃতকার্য হয়েও পাস করিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিল। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।