
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদককাণ্ডে সাময়িক বহিষ্কৃত এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ায় তার সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, “বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার পর ফাইল নোট পাস হতে একটু সময় লেগেছে। তাই তখনই বিভাগে চিঠি পাঠানো সম্ভব হয়নি। পরে সিদ্ধান্ত পাস হওয়ার পরপরই চিঠি পাঠানো হয়েছে। ফলে শাকিলের পরীক্ষা বাতিল হয়ে যাবে।”
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীর নাম শাকিল খান। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৬ মে বিজয়-২৪ হলে প্রাধ্যক্ষের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরদিন ৭ মে তাকে হল থেকে এবং ১৪ মে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এরপরও ১৮ মে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন শাকিল খান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “বহিষ্কারের চিঠি আমরা পেয়েছি। এখন নিয়ম অনুযায়ী তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। চিঠি আগেই এলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হতো না। আমরা বিষয়টি শাকিলকে জানিয়ে দিয়েছি।”