ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, চাহিদা মতো অর্থ না পেয়ে মরদেহে আঘাত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | Published: 2025-05-23 15:14:56 BdST | Updated: 2025-06-14 08:21:00 BdST

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা চাহিদা মতো অর্থ ও মূল্যবান সামগ্রী না পেয়ে মরদেহে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেছে বলে জানিয়েছেন মৃত ব্যক্তির স্বজনেরা। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে আক্রান্ত পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা ছবদর আলী বৃহস্পতিবার রাতে মারা যান। মৃত্যুর পর তাঁর মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। তিলপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের পথরোধ করে।

এ সময় ডাকাতরা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও প্রায় অর্ধলাখ টাকা ছিনিয়ে নেয়। স্বজনদের অভিযোগ, ডাকাতদের চাহিদা অনুযায়ী সম্পদ না পেয়ে তারা মরদেহেও আঘাত করে।

মৃতের ছেলে ও পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতরা টাকা ও মোবাইল নিয়েছে—তা মেনে নেওয়া যেত। কিন্তু আমার মৃত বাবার মরদেহে তারা আঘাত করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘উক্ত এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। স্থানীয়দের বলা হয়েছে রাতে চলাচলের সময় পুলিশের প্রটোকল নিতে। অ্যাম্বুলেন্সটি পুলিশকে না জানিয়ে আসায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাতদল হাওরের পাশ দিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।