যাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১


মেডিকেল প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-24 07:38:21 BdST | Updated: 2025-06-14 07:52:12 BdST

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে জুয়েল (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে ১২টার দিকে তাঁকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়।

জুয়েল বুনিয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ড তেজগাঁও এলাকার মো. জলিল উদ্দিন বেপারির ছেলে। তিনি বৃক্ষ মেলায় একটি নার্সারিতে কাজ করতেন।

জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা মো. শাকিল (ভায়রা ভাই) জানান, যাত্রাবাড়ী পার্কের পাশেই বৃক্ষ মেলা চলছিল। রাতের দিকে বৃক্ষ মেলায় কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে জুয়েলের দুই হাত-পা ও শরীরে গুরুতর আঘাত লাগে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে খবর পেয়ে জুয়েলকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসা হয়েছে।

তবে এই ঘটনায় অন্য আহতদের চিকিৎসার জন্য কোথায় নেওয়া হয়েছে তা জানাতে পারেননি মো. শাকিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ককটেল বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।