জুলাই শহীদের মেয়ের সংঘবদ্ধ ধর্ষণ: যা জানা গেল তদন্ত প্রতিবেদনে


পটুয়াখালী প্রতিনিধি | Published: 2025-05-24 10:46:48 BdST | Updated: 2025-06-14 07:34:14 BdST

পটুয়াখালীর দুমকি উপজেলায় জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম হাওলাদারে মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার পর আত্মহত্যা করে তাঁর মেয়ে। ধর্ষণের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ। সেখানে তিন কিশোরের সরাসরি অংশগ্রহণের কথা উঠে এসেছে। এ ছাড়া ভুক্তভোগীর বিবস্ত্র ছবিও তোলে অভিযুক্তরা। আদালতে জমা দেওয়া পুলিশের তদন্ত প্রতিবেদন এ সব তথ্য উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো আলামতে তিনজনের ডিএনএ পাওয়া গেছে। এতে আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়েছে। এছাড়া আসামিদের জবানবন্দি ও পুলিশের তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, তৃতীয় ডিএনএ নমুনাটি আরেক আসামি ইমরান মুন্সীর বলে প্রতীয়মান হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত তিন কিশোর সরাসরি ধর্ষণে অংশ নিয়েছে। এছাড়া এ ঘটনায় পর্নোগ্রাফি তৈরির প্রমাণ পেয়েছে পুলিশ। আসামি সিফাত নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ভুক্তভোগীর বিবস্ত্র ছবি তোলে।

ঘটনার বিবরণে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সহপাঠী ইমরান ভুক্তভোগী কলেজছাত্রীকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ি যাওয়ার পথে চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেখানে হাজির হন সাকিব ও সিফাত। বিষয়টি সবাইকে বলে দেওয়ার হুমকি দিয়ে তারাও ইমরানের সহযোগীতায় পালাক্রমে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে।