
হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করছে হেলথ ডেস্কে।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী ভারত যাতায়াত করেন। সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন ভবনের সামনে বসানো হেলথ ডেস্কের মাধ্যমে ভারতফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাসহসহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা এবং করোনার লক্ষণগুলো আছে কিনা- তা নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন করতে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক পরিধানসহ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হচ্ছে যাত্রীদের।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান জানান, যদি কোনো যাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা যায়, তাহলে তাকে কোয়ারেন্টিনে রাখা হবে।