আরও ১৫ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-12 21:21:48 BdST | Updated: 2025-07-10 03:48:35 BdST

২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ১৫ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে। তবে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬২০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনের; আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছেন।