বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, গলাচিপায় ১৪৪ ধারা জারি


পটুয়াখালী প্রতিনিধি | Published: 2025-06-13 14:25:26 BdST | Updated: 2025-07-12 06:29:46 BdST

পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে নিয়ে এলাকায় দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক আদেশে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান উল্লেখ করেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় ১৩ জুন সকাল ০৮টা থেকে ১৫ জুন সকাল ০৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এই সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লিখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবারের হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জরুরি সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আহ্বান করেন নুরুল হক নুরু। তবে এ বিষয়ে নুরুল হক নুরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ যায়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. রবিউল হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করার কারণে বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়েছে। সাংবাদিক সম্মেলন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।