ঢাকায় ফিরছে মানুষ, পদ্মাসেতু এলাকায় গাড়ির চাপ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-13 15:06:17 BdST | Updated: 2025-07-12 05:48:50 BdST

ঈদুল আজহা উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই জীবিকার টানে ঢাকায় ফিরছে তারা। ঝামেলা এড়াতে ছুটি শেষ হওয়ার একদিন আগে দক্ষিণাঞ্চলের জেলার ঢাকায় ফিরছে মানুষ।

শুক্রবার সনবাড়ি, বেজগাও শ্রীনগর ফেরীঘাট ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল এমনকি ট্রাকে করেও ঢাকায় ফিরছে মানুষ। গরমের নাভিশ্বাস হলেও আত্মতৃপ্তির ঈদের ছুটি কাটিয়ে ঝামেলাহীনভাবে ঢাকায় ফিরতে পেরে সন্তুষ্ট তারা।

এদিকে ঢাকায় ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সে জন্য পদ্মাসেতু টোল প্লাজায় ১৫০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া পুলিশসহ অন্যান্য প্রশাসনের অবস্থানও রয়েছে।

এদিকে বিভিন্ন বাস কাউন্টারে উপচে পড়া যাত্রীদের চাপকে পুজি করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, যশোরসহ দক্ষিণাঞ্চলের থেকে আশা বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন যাত্রীরা। ১০০ থেকে ৪০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন তারা।

বরিশালের নতুল্যাবাদ থেকে মুন্সিগঞ্জের খানবাড়ি নেমেছেন কামাল হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘ঈদকে পুজি করে বাসের কন্টাকটর হেলপাররা যে যেভাবে পারছেন যাত্রীদের পকেট কাটছেন। ৪০০ থেকে ৪৫০ টাকার ভাড়া ৬০০ টাকা নিয়েছেন।’

যশোর থেকে আসা আসমা আক্তার যাত্রী জানান, তার কাছ থেকে ৫০০ টাকার ভাড়া ৬০০ টাকা নিয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আসা মো. রনি জানান, আগে ভাড়া ছিল ২০০ থেকে ২৫০ টাকা অথচ তার কাছ থেকে ৪০০ টাকা ভাড়া নিয়েছে।