আলীকদমে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১


বান্দরবান প্রতিনিধি | Published: 2025-06-13 18:33:06 BdST | Updated: 2025-07-12 06:48:54 BdST

বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখালের উজানে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মধ্যে আরও এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত নারীর নাম স্মৃতি আক্তার। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে নড়াইলের শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরি নদী থেকে উদ্ধার করা হয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আলীকদম সদর ইউনিয়নের তৈনখাল নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, ‘ট্যুর এক্সপার্ট’—নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় ৩৩ জনের একটি পর্যটক দল ৮ জুন আলীকদমে আসে। এদের মধ্যে ৫ দিনের জন্য বেড়াতে আসেন ১১ জন, বাকি ২২ জন ৩ দিনের জন্য। ৮ জুন বিকেলে ৩৩ জনের সবাই আলীকদমের ক্রিস্টং পাহাড়ের উদ্দেশে রওনা দিয়ে রাত ১১টায় খেমচংপাড়ায় পৌঁছান। সেখান থেকে ক্রিস্টং পাহাড় ও আশপাশে ঘুরে ৩ দিনের ভ্রমণসূচি শেষে ২২ জনের দলটি গতকাল বুধবার ফিরে আসছিল। আসার পথে বিকেল ৪টার দিকে শামুক ঝরনা নামের একটি ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। দলের ১৯ জন ঝিরি পার হয়ে গেলেও ট্যুর এক্সপার্ট গ্রুপের দুই সহপরিচালক স্মৃতি আক্তার ও হাসান চৌধুরী এবং পর্যটক জুবাইরুল ইসলাম ভেসে যান। এখনও মো. হাসানের খোঁজ পাওয়া যায়নি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, নিখোঁজ থাকা আরেক পর্যটক হাসানের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় কাজ করায় কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টির তদন্ত চলছে ও আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও জানান আলীকদম থানার ওসি।