ফেসবুক স্ট্যাটাসে নুরের দাবি: গলাচিপায় সংবাদ সম্মেলন ঠেকাতে ১৪৪ ধারা


পটুয়াখালী প্রতিনিধি | Published: 2025-06-13 19:33:06 BdST | Updated: 2025-07-12 05:46:22 BdST

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় শুক্রবার ডাকা জরুরি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ঠেকাতে ১৪৪ ধারা জারির অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর। নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর লেখেন, ‘হাসিনা কথা বলা বন্ধ করতে পারেনি, আর পটুয়াখালী জেলার ডিসি বিএনপি নেতা হাসান মামুনের পক্ষ নিয়ে গলাচিপার ওসি, ইউএনওকে নির্দেশ দেয় আমি যেন সংবাদ সম্মেলন করতে না পারি। সাংবাদিকদের ভূগোল বুঝায় ১৪৪ এর মধ্যে তারা যেন সংবাদ সম্মেলন কাভার না করে।’

নুর আরও লেখেন, ‘উল্লেখ্য, ডিসি এর পূর্বে রমজানে সার্কিট হাউজে অবস্থানকালীন সময়ে আমাদের আলোচনা গোপনে রেকর্ড করে হাসান মামুনকে সরবরাহ করেছিল। আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার হলেও হাসান মামুন সম্মতি না দেওয়ায় বিভাগীয় কমিশনার এমনকি মন্ত্রণালয় চিঠি দিলেও ডিসি প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়নি। কারণ তিনি হাসান মামুমনসহ জেলা বিএনপির এক নেতার সাথে সখ্যতা গড়ে তুলে তিনি পটুয়াখালীতে হারুন-বেনজির হয়ে উঠতে চাচ্ছেন।’