দিনাজপুরে আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫


দিনাজপুর প্রতিনিধি | Published: 2025-06-14 07:21:38 BdST | Updated: 2025-07-12 06:44:39 BdST

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ শনিবার ভোর ৪টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি নাজমুল হক বলেন, গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়েছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নিলে আরও দুজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।