এনসিপি নেতার বক্তব্যের বিরোধিতা, সংলাপে উত্তেজনা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-17 20:32:27 BdST | Updated: 2025-07-12 06:59:18 BdST

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের মূলতবি সংলাপ চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংলাপে অংশ নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত-আহতদের বিষয়ে এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত সংলাপে গুরুত্ব পাচ্ছে না। তিনি বলেন, “সরকার সংস্কারে প্রধান একটি দলের মতামতকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।”

আদিবের বক্তব্য চলাকালে ১২ দলীয় জোটের মুখপাত্র সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ কয়েকজন সরব প্রতিবাদ জানান। একপর্যায়ে হুদা মাইক ছাড়াই দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দিতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে।

আদিব আরও বলেন, “ঈদের আগে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য এলেও জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।” তিনি প্রশ্ন তোলেন, “জুলাই সনদের সুরক্ষা কি আগেই রেটিফাই করা হবে, না কি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হবে? এটি কি গণভোটে যাবে, না গণপরিষদে যাবে?”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারকে সরাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য সত্ত্বেও পরিবর্তন আসেনি। অথচ সাধারণ জনগণ ও পেশাজীবীদের আন্দোলনেই পূর্বে সরকার পতনের নজির রয়েছে, সেখান থেকে শিক্ষা না নিয়ে সংলাপে তাদের যুক্ত করা হচ্ছে না।

উত্তেজনাকর পরিস্থিতিতে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।