সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ


নিউজ ডেস্ক | Published: 2025-06-19 21:04:26 BdST | Updated: 2025-07-10 03:50:42 BdST

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ বেড়েছে। ২০২৪ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ হলে এমন তথ্য উঠে আসে।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, এক বছরের ব্যবধানে সেখানে জমানো অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ গুণ।

পরিসংখ্যানে দেখা যায়, দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নামে জমা বেড়েছে ৮ হাজার ৯৭২ কোটি টাকা। যে সময়ে এ টাকা জমা হয় সেটি বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের বছর ছিল।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় ( প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে ) যার পরিমাণ ৮ হাজার ৯৭২ কোটি টাকা। ২০২৩ সাল শেষে যার পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ। এখনকার বিনিময় হার ধরলে যার পরিমাণ ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ। ২০২২ সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল ৫ কোটি ৮৪ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৮৭৬ কোটি টাকা।

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমনাতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশের বেশি বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, যা বাণিজ্য কেন্দ্রিক অর্থ বলে আসছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, ২০২৩ সাল শেষে দেশটির ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল ৩৯৬ কোটি টাকা। আর ২০২২ সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল প্রায় ৮৭৬ কোটি টাকা।