ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-23 07:54:49 BdST | Updated: 2025-07-10 04:58:21 BdST

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মনিরুল মাওলার নামে দুদকে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।

জানা গেছে, এসআলম গ্রুপের সঙ্গে ভালো সখ্য ছিল মনিরুল মাওলার। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাঁকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ।