
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চেকপোস্টে সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় এক মোটর সাইকেলচালককে ধরতে গিয়ে ট্রাকচাপায় মোহাম্মদ আলাউদ্দিন নামের এক পুলিশ সদস্য ডান পা হারিয়েছেন। রোববার লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
এক পা হারানো লোহাগাড়া থানার পুলিশ কনস্টেবল আলাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন, শঙ্কামুক্ত হলেও এক পা হারিয়ে পঙ্গু হয়ে গেছেন পুলিশ সদস্য আলাউদ্দিন।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. কাউছারুল মতিন বলেন, ‘তাঁর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ইউনিট রক্ত দিতে হয়েছে। তার আরও একটা অস্ত্রোপচার করা লাগতে পারে।’
শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাইলে ডা. কাউছারুল মতিন বলেন, ‘এখন শঙ্কামুক্ত। তবে তিনি পঙ্গু হয়ে গেছেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর কৃত্রিম পা লাগবে।’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম বলেন, ‘মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের তথ্য পেয়ে আটকানোর জন্য লোহাগাড়া থানা-পুলিশ মহাসড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করছিল। সেখানে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে চলে যায়। একই গতিতে পেছনে আরেকটি মোটরসাইকেল আসছিল। সেটিও সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করেন।’
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের এক পাশে পুলিশের একটি দল দাঁড়িয়ে ছিল। সে সময় ধীরগতিতে একটি ট্রাক অতিক্রম করছিল, ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলকে থামার সংকেত দেন। ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌড়ে রাস্তার অপর প্রান্তে যান মোটরসাইকেলটি আটকাতে। কিন্তু মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা আরেকটি একটি মোটরসাইকেল ছিল। পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। ওই সময় মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য দৌড়ে গিয়ে মোটরসাইকেলের পেছনে বসা যুবককে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকের পাশে পড়ে যায়। তখন আগের মোটরসাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌড়ে এসে মোটরসাইকেলচালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন।